
ইউরেনাস
ইউরেনাসের ঘূর্ণনের হার বের করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল টেলিস্কোপ। সৌরজগতের অন্যতম রহস্যময় গ্রহ ইউরেনাসকে বোঝার ক্ষেত্রে এটি বড় ধরনের অগ্রগতি বলে দাবি করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। খবর ইয়াহু নিউজের। হাবল স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া দশ বছরেরও বেশি সময়ের তথ্য ব্যবহার করে বিজ্ঞানীরা বের করেছেন, নিজের অক্ষের ওপর একবার ঘুরতে ইউরেনাসের ঠিক কত সময় লাগে। বিজ্ঞানীরা বের করেছেন ইউরেনাসের একদিনের দৈর্ঘ্য কত।
গবেষকদের দাবি, তাদের এ নতুন গবেষণার ফলাফল আগের যে কোনো পরিমাপের চেয়ে হাজার গুণ নির্ভুল। গবেষণাটি করেছে ফ্রান্সের অবজারভেটরি দ্য পাঁরি পিএসএল ও এইক্স মার্সেই ইউনিভার্সিটির অধ্যাপক লরেন্ট লামির নেতৃত্বে গবেষকদের একটি দল। তারা বলছেন, ইউরেনাস ঠিক ১৭ ঘণ্টা ১৪ মিনিট ৫২ সেকেন্ডে একটি পূর্ণ ঘূর্ণন বা আবর্তন সম্পন্ন করে। যা ১৯৮৬ সালে গ্রহটির পাশ দিয়ে যাওয়ার সময় নাসার ভয়েজার ২ মহাকাশযানের অনুমানের চেয়ে ২৮ সেকেন্ড বেশি।
ইউরেনাসের এ আবর্তনের পার্থক্যটি ছোট মনে হলেও বিজ্ঞানীদের জন্য এটি বড় একটি বিষয় বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। বছরের পর বছর ধরে ইউরেনাসের ঘূর্ণন জানার জন্য লড়াই করতে হয়েছে বিজ্ঞানীদের। কারণ তাদের কাছে কোনো সঠিক রেফারেন্স পয়েন্ট ছিল না। আগের অনুমানের নানা সমস্যা সমাধানের জন্য এক নতুন কৌশল পদ্ধতি ব্যবহার করেছে গবেষণা দলটি। এজন্য ইউরেনাসের অরোরা নিয়ে গবেষণা করেছেন তারা।