ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কাবিননামা না থাকলে ডিভোর্স কীভাবে সম্ভব? জানুন আইন ও শরিয়ার দৃষ্টিভঙ্গি

প্রকাশিত: ১১:০১, ৮ মে ২০২৫; আপডেট: ১১:০১, ৮ মে ২০২৫

কাবিননামা না থাকলে ডিভোর্স কীভাবে সম্ভব? জানুন আইন ও শরিয়ার দৃষ্টিভঙ্গি

ছবি: সংগৃহীত

অনেক সময় দেখা যায়, স্বামী বা স্ত্রী ডিভোর্স দিতে চান, কিন্তু তাদের কাছে বিয়ের কাবিননামার কোনো কপি থাকে না। এ ধরনের পরিস্থিতিতে কীভাবে তালাক কার্যকর হবে-তা নিয়ে অনেকেই বিভ্রান্ত। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু পদ্ধতি অনুসরণ করে সমাধান পাওয়া সম্ভব।

কাজীর শর্ত: কাবিননামা আবশ্যিক
বাংলাদেশের আইন অনুযায়ী, তালাকনামা কার্যকর করতে গেলে সংশ্লিষ্ট এলাকার কাজী অফিসে গিয়ে আবেদন করতে হয়। এই আবেদন গ্রহণের আগে কাজী কাবিননামা দেখতে চাইবেন, কারণ এটি তার রেকর্ডে সংরক্ষিত থাকে। তবে যদি কাবিননামা ব্যক্তিগতভাবে আপনার কাছে না থাকে, তাহলে চিন্তার কিছু নেই। বিয়ে যেই এলাকায় রেজিস্ট্রি হয়েছে, সেই এলাকার উপজেলা বা জেলা রেজিস্ট্রারের অফিসে যোগাযোগ করে কাবিননামার রেকর্ড (বালাম বইয়ের এন্ট্রি) সংগ্রহ করা যায়।

কোনো রেকর্ডই না থাকলে?
তবে সমস্যা তখনই প্রকট হয়, যখন রেজিস্ট্রারের অফিসেও বিয়ের কোনো রেকর্ড পাওয়া যায় না-অর্থাৎ, বিয়েটি আইনগতভাবে রেজিস্ট্রারকৃত নয়। এমন ক্ষেত্রে রেজিস্ট্রার কর্তৃপক্ষ কোনো প্রকার সনদ বা কপি প্রদান করতে পারে না। এর মানে, সেই বিয়ে ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ হলেও বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সেটিকে বৈধ বিবাহ হিসেবে গণ্য করা হয় না।

ডিভোর্স: শরিয়া মোতাবেক বিকল্প পথ
যেহেতু বিয়ে রেজিস্ট্রারকৃত নয়, তাই আইনি উপায়ে তালাকের সুযোগও সীমিত। তবে যেহেতু ইসলামি শরিয়াহ অনুসারে দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়েছে এবং দাম্পত্য জীবন অতিবাহিত হয়েছে, সে কারণে ডিভোর্সও শরিয়া অনুযায়ী সম্পন্ন করা সম্ভব। এক্ষেত্রে ইসলামিক পদ্ধতিতে, সাক্ষী রেখে এবং নির্ধারিত নিয়ম অনুসারে তালাক প্রদান করতে হবে।

সচেতনতার আহ্বান
বিয়ের সময় কাবিননামা রেজিস্ট্রি করা এবং তার একটি কপি নিজের কাছে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে কোনো আইনি জটিলতা এড়াতে এটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে। একইভাবে, তালাকের ক্ষেত্রেও আইনি বৈধতা পেতে এই কাগজপত্রের গুরুত্ব অপরিসীম।

সুতরাং, যদি বিয়ের কোনো রেকর্ড না থাকে এবং আইনগতভাবে তালাক দেওয়ার সুযোগ না থাকে, তবে ইসলামিক শরিয়ার আলোকে সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে তালাক প্রক্রিয়া সম্পন্ন করাই একমাত্র পথ।

সূত্র: https://shorturl.at/tQtGU

মিরাজ খান

×