ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

তারেক রহমান বলেছেন, সামনের নির্বাচন কঠিন হবে, মোস্তফা কামালের ব্যাখ্যা

প্রকাশিত: ০৯:২৯, ৮ মে ২০২৫

তারেক রহমান বলেছেন, সামনের নির্বাচন কঠিন হবে, মোস্তফা কামালের ব্যাখ্যা

ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক এক টেলিভিশন টকশোতে বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোস্তফা কামাল মন্তব্য করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু মাস আগে করা ভবিষ্যদ্বাণী যে সামনে একটি কঠিন নির্বাচন আসছে, তা বর্তমানে বাস্তবে পরিণত হতে যাচ্ছে।

মোস্তফা কামাল বলেন, “সামনের নির্বাচনটি খুবই কঠিন হবে। সামনের পরিস্থিতিও জটিল হবে। গত কয়েক দিনের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ তারেক রহমানের পূর্বাভাসের যথেষ্ট প্রমাণ দিচ্ছে। অর্থাৎ, লন্ডনে থেকেও তার কাছে তথ্য বেশি, বিশ্লেষণ বেশি। এটা এখন পরিষ্কার।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অবস্থান নিয়ে এখনো কেউ পরিষ্কার করে কিছু বলছে না। বলা হচ্ছে, ‘ইনক্লুসিভ নির্বাচন’ হবে, যেখানে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ তাদের অবস্থান এখনো স্পষ্ট করেনি। বরং তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ভুল স্বীকার, দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া দেখা যায়নি।”

মোস্তফা কামাল বলেন, “আদালতের এক রায়ে দেখা গেছে, ২৫৫ জন হত্যার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে—এটা অত্যন্ত সংঘর্ষপূর্ণ বার্তা। রাজনীতিতে ক্ষমা চাওয়া মানে লোকদেখানো কান্নাকাটি নয়, বরং আচরণে ও বক্তব্যে ভুলের উপলব্ধি প্রকাশ করা। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এমন দৃষ্টান্ত এখনো দেখিনি।”

তিনি বলেন, “এখন বিচারপ্রক্রিয়ার নামে যাকে-তাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সামাজিক অস্থিরতা তৈরি করা হচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্রভাব আরও বেশি। অথচ নির্দিষ্টভাবে লুটপাট, জমি দখল বা চুরির মতো অভিযোগগুলোতে তথ্য ও প্রমাণ থাকা সত্ত্বেও গুরুত্ব কম দেওয়া হচ্ছে। বরং হত্যা মামলা দিয়ে সহজ পথ বেছে নেওয়া হচ্ছে।”

মোস্তফা কামাল আশঙ্কা প্রকাশ করে বলেন, “এভাবে গোলমেলে অবস্থান তৈরি করে দিলে গণহত্যার বিচারের প্রক্রিয়া কতটা সফল হবে, তা নিয়েও এখন সন্দেহ দেখা দিয়েছে।”

তিনি শেষ করে বলেন, “নির্বাচন অবশ্যই প্রাসঙ্গিক। গণতন্ত্র ছাড়া কোনো সভ্য রাষ্ট্র গড়ে ওঠে না। কিন্তু সেইসঙ্গে বিচারিক প্রক্রিয়াটাও যেন স্বচ্ছ ও দৃশ্যমান হয়—এটা জরুরি।”

তথ্যসূত্রঃ https://youtu.be/Yr5aBA3mgOk?si=JHd-dE5LyTgVtR1x

মারিয়া

×