
বিখ্যাত ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী বর্তমানে চট্টগ্রামে ঈদুল আজহার জন্য নতুন নাটকের শুটিং করছেন। সম্প্রতি, শুটিং চলাকালীন একটি দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। রোববার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে শুটিং সেটে লাইটস্ট্যান্ড পড়ে তার মাথায় গুরুতর চোট লাগে। এই বিষয়ে অভিনেত্রী তটিনীর সহশিল্পী তৌসিফ মাহবুব গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে একটি বাংলোতে নির্মাতা হাসিব হোসাইন রাখির নাটক "মন মঞ্জিলে" শুটিং হচ্ছিল, যেখানে তানজিম সাইয়ারা তটিনী এবং তৌসিফ মাহবুব অভিনয় করছিলেন। দুর্ঘটনার পর, তটিনীকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়ায় এখন তটিনীর সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাকে কথা না বলতে নিষেধ করা হয়েছে, যাতে চিকিৎসা প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়।
রাজু