
ছবি: সংগৃহীত
লা লিগার চলতি মৌসুমে এল ক্লাসিকোর প্রতিটি অধ্যায় যেন লিখেছে রোমাঞ্চে মোড়া এক উপন্যাস। শনিবার রাতে মৌসুমের চতুর্থ ও শেষ ক্লাসিকোও তার ব্যতিক্রম ছিল না। ৭ গোলের এক শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনা ৪-৩ ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। আর এই জয়ের ফলে লিগ শিরোপাও প্রায় নিশ্চিত করে ফেলেছে হান্সি ফ্লিকের বার্সা।
মৌসুমে এখন পর্যন্ত চারটি এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছে—চারটিতেই জয় বার্সেলোনার। প্রতিপক্ষের জালে করেছে মোট ১৬ গোল। প্রথম ম্যাচ দিয়েই লিগে যাত্রা শুরু করেছিল তারা, দ্বিতীয় ক্লাসিকোয় জিতেছিল সুপার কাপ, তৃতীয়টিতে জয় এনে দিয়েছিল কোপা দেল রে’র ফাইনাল টিকিট। আর এবার লিগের শিরোপা নিশ্চিতের হাতছানি।
ম্যাচের শুরুটা ছিল রীতিমতো নাটকীয়। মাত্র ৩ মিনিটেই এমবাপের করা পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর আবারও এমবাপের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মাদ্রিদ। মনে হচ্ছিল, হয়তো আজ ঘরের মাঠে হার মানবে কাতালানরা।
কিন্তু ঠিক তখনই ফিরে আসে বার্সা। এরিক গার্সিয়ার হেডে আসে প্রথম গোল। এরপর তরুণ লামিন ইয়ামাল দুর্দান্ত এক কাট-ইন শটে ম্যাচে সমতা ফেরান। পেদ্রির পাস থেকে রাফিনিয়া গোল করে বার্সাকে এগিয়ে দেন। বিরতির আগেই ফেরান ও রাফিনিয়ার পাস থেকে আরেকটি গোল করে ব্যবধান ৪-২ করেন।
দ্বিতীয়ার্ধে মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মদ্রিচ ও ব্রাহিম দিয়াস নামার পর আক্রমণে গতি আসে। মদ্রিচের বাড়ানো পাস থেকে এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করেন। কিন্তু এরপর বার্সা আবার ম্যাচে নিয়ন্ত্রণ নেয়। শেষ দিকে ফেরমিনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে ব্যবধান আর বাড়েনি।
বার্সার এই জয়ের পেছনে বড় অবদান কোচ হান্সি ফ্লিকের সাহসী কৌশল আর তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাসী পারফরম্যান্সের। পুরো মৌসুমজুড়েই এই দলটি খেলেছে দারুণ গতিময় ফুটবল। বারবার পিছিয়ে পড়েও যেভাবে ফিরে এসেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
এই জয়ে বার্সেলোনা ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, রিয়াল মাদ্রিদ পিছিয়ে ৭৬ পয়েন্টে। মাত্র তিন ম্যাচ বাকি থাকায়, এখন কাতালানদের শিরোপা উৎসব কেবল সময়ের অপেক্ষা।
এসএফ