ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

‘সমর্থন পেলে ভালো অধিনায়ক হবে লিটন’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৯, ১২ মে ২০২৫

‘সমর্থন পেলে ভালো অধিনায়ক হবে লিটন’

অনুশীলনে কৌশল নিয়ে সলাপরামর্শ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও টি২০ অধিনায়ক লিটন দাসের

ভারত-পাকিস্তান যুদ্ধংদেহী পরিস্থিতিতে গোটা বিশ্বের সঙ্গে উপহাদেশের ক্রীড়াঙ্গনও কেঁপে ওঠে। স্থগিত হয়ে যায় আইপিএল, পিএসএলের মতো মেগা টুর্নামেন্ট। শঙ্কা তৈরি হয় বাংলাদেশের আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফর ঘিরে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যত দ্রুত উত্তেজনা তৈরি হয়েছিল মার্কিন মধ্যস্থতায় তত দ্রতই তা উপশমিত (যুদ্ধ বিরতি) হয়েছে।

আশার সঞ্চার হয়েছে ক্রীড়াঙ্গনে। বুধবার আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। বাংলাদেশ জাতীয় দলও বসে নেই। হোম অব ক্রিকেট মিরপুরে বেশ কয়েকদিন ব্যক্তিগত অনুশীলনের পর দুদিন ধরে চলছে দলীয় অনুশীলন। রবিবার বিকেলে অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বাংলাদেশের প্রেক্ষাপটে নেতৃত্ব দেওয়া কঠিন হলেও সমর্থন পেলে নতুন টি২০ অধিনায়ক লিটন দাস ভালো করবেন বলেই বিশ্বাস তার। জানিয়েছেন টিম কম্বিনেশনের কারণেই স্কোয়াডে জায়গা হয়নি তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের।
‘অধিনায়ক হিসেবে লিটনের শক্তির জায়গা... সে খুব ভালো ট্যাকটিশিয়ান। বোলারের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা আছে। প্রতিপক্ষ সম্পর্কে খুব ভালো বিশ্লেষণ করে। কীভাবে ফিল্ড সেট-আপ করতে হবে, খেলাটা এগিয়ে নিতে হবে, ব্যাটিংটা এগিয়ে নিতে হবে- সেই সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বোলার সামলানো বলেন, দল সামলানো বলেন- সবকিছুই তার ভালো।

আর দুর্বলতার কথা যদি বলেন, এখন যেহেতু কিছুদিন ধরে সে রান করেনি। এটা হয়ত আপাতত তার দুর্বলতা আছে। তবে আমি মনে করি সে এটা থেকে বেরিয়ে আসবে। সমর্থন পেলে সে ভালো অধিনায়ক হয়ে উঠবে।’ বলছিলেন সালাউদ্দিন। আন্তর্জাতিক টি২০তে লিটনের ফর্ম তেমন ভালো নয়। উইন্ডিজকে হোয়াইটওয়াশ করলেও সিরিজে তিন ইনিংসে তার রান ছিল মাত্র ১৭। সর্বশেষ ২৪ ম্যাচে একটি মাত্র ফিফটি।

গত বছর বিপিএলের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে লিটনের অধিনায়কত্ব (ভারপ্রাপ্ত) খুব কাছ থেকে দেখেছেন সালাউদ্দিন। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা ওই সিরিজ দিয়ে সিনিয়র সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু হয়েছিল তার। ফ্র?্যাঞ্চাইজি টুর্নামেন্ট বা জাতীয় দলের ওই সিরিজ ছাড়াও ছোটবেলা থেকেই লিটনকে কাছ থেকে দেখছেন দেশের অভিজ্ঞ এই কোচ।

এবার টি২০তে পূর্ণ মেয়াদে একসঙ্গেই কাজ করবেন তারা। সব ঠিক থাকলে আগামী বছরের টি২০ বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণে লিটনের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। বিপিএলের ২০২৪ সালে সালাউদ্দিনের কোচিংয়ে লিটনের নেতৃত্বে ফাইনালে খেলেছিল কুমিল্লা। 
টাইগারদের সহকারী কোচ বলেন,‘বাংলাদেশ দলের অধিনায়ক আসলে পুরো দেশের অধিনায়ক। এটা আমাদের মানতে হবে। অধিনায়কত্বের যেসব গুণ দরকার, যেভাবে দলকে এগিয়ে নেওয়া দরকার, কৌশলগত দিক- সব দিকেই সে খুব ভালো। চেষ্টা করছে দলটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। অধিনায়কই দলটা চালাবে। আমরা যারা পাশে আছি, তাকে সমর্থন দিতে হবে, সেই স্বাধীনতা দিতে হবে। তাহলে সে ভালো করবে।’

এসময় সাকিব আল হাসানের উদাহরণ এনে সালাউদ্দিন জানান,‘লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি। কথা কম বলে দেখে অন্য রকম মনে করি। যারা কাছ থেকে মেশে, তাদের সেই ভুল ধারণা থাকে না। একসময় সাকিবকে নিয়ে এই ভুল ধারণাটা ছিল। বাইরে থেকে মনে হতে পারে যে, তারা হয়ত অনেক কিছুই ঠিকমতো করে না। 
তবে একজন সতীর্থ ও অধিনায়ক হিসেবে যা কিছু করার, তার চেয়ে বেশিই সে করে।’ এবারের বিপিএলে টুর্নামেন্টসেরা হয়েছেন মিরাজ। অথচ অভিজ্ঞ এ অলরাউন্ডারের জায়গা হয়নি আমিরাত ও পাকিস্তান সফরের টি২০ স্কোয়াডে।

×