ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

৪ গোল করে সরলথের শতবর্ষী রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪১, ১২ মে ২০২৫

৪ গোল করে সরলথের শতবর্ষী রেকর্ড

অ্যালেক্সান্ডার সরলথ

স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একাই ৪ গোল করে রেকর্ড গড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড অ্যালেক্সান্ডার সরলথ। শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে খেলার একাদশ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। আর তাতেই ৯৬ বছর আগের রেকর্ড ভেঙে ফেলেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। খেলার প্রথম ৩০ মিনিটের মধ্যে গোলের হালি পূর্ণ করেন এই তারকা। এই ম্যাচে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা। রেকর্ড গড়তে সরলথ সময় নিয়েছেন মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ড।

১৯২৯-এ পঞ্চদশ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে এই কীর্তির দ্রুততম রেকর্ড ইতিহাসের পাতায় লেখেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস  বেস্তিত। এরপর ১৯৪১ সালে সেটি স্পর্শ করেন আরেক স্প্যানিশ ফরোয়ার্ড এদমুন্দো সুয়ারেস।

×