
মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানাধীন বকুলতলা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক অভিযান পরিচালনা করে ২৫ পিচ ইয়াবা সদৃশ ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১১ মে) বিকেল ৫.৩০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার বকুলতলা সাকিনস্থ গ্রেফতারকৃত আসামী মো: নুরুল আমীন (৪১), পিতা- মো: খোরশেদ মোল্লা, সাং- বকুলতলা, থানা ও জেলা- মুন্সীগঞ্জের বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামী মো: নুরুল আমীন এর কাছ থেকে ২৫ পিচ ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং আসামীকে আইনি ব্যবস্থার আওতায় আনা হবে।
রাজু