ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে চাষিদের প্রতিবাদে উত্তপ্ত শহীদ মিনার চত্বর

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় 

প্রকাশিত: ১৯:৪১, ১২ মে ২০২৫

পঞ্চগড়ে চাষিদের প্রতিবাদে উত্তপ্ত শহীদ মিনার চত্বর

ছবি: জনকণ্ঠ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চুক্তিভিত্তিক চাষিদের কাছ থেকে বীজ আলুর মূল্য গত বছরের তুলনায় কম দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে পঞ্চগড় জোনের চুক্তিভিত্তিক চাষিদের ব্যানারে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএডিসির পঞ্চগড় জোনের ৩১ জন বীজ আলু চাষি অংশগ্রহণ করেন।মানববন্ধনে বিএডিসির চাষি আব্দুল মতিন, মাসুদ সরকার ও সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বিএডিসি চুক্তিভিত্তিক চাষিদের কাছ থেকে বীজ আলু প্রতি কেজি ৩৬ টাকা দরে কিনেছিল। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে সেই দাম ৮ টাকা কমিয়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বিনা পরামর্শে বিএডিসি কর্তৃপক্ষ নিজেরাই এই মূল্য নির্ধারণ করেছে।

তাঁরা আরও বলেন, "গত বছরের তুলনায় সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়েছে। জমির লিজ ও খরচও বেড়েছে। তবুও কোনো যৌক্তিক কারণ ছাড়াই আলুর দাম কমিয়ে দেওয়া হয়েছে।

আমরা দাম ঘোষণার পর থেকেই বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায্য দাম আদায়ের দাবি জানিয়েছি, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। বিএডিসি যদি দাবি না মানে, তাহলে আমরা আগামীতে বীজ আলু উৎপাদন বন্ধ করে দেব।"

শহীদ

×