ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নরসিংদীতে অপহরণ করে হত্যা: জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোস্তফা কামাল সরকার,স্টাফ রিপোর্টার,নরসিংদী

প্রকাশিত: ১৯:৪৩, ১২ মে ২০২৫; আপডেট: ১৯:৪৪, ১২ মে ২০২৫

নরসিংদীতে অপহরণ করে হত্যা: জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ছবি:সংগৃহীত

নরসিংদীতে অপহরণ করে হত্যায় জড়িত খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২মে ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহত শুভ মিয়া(২০) সদর উপজেলার শেখেরচর মোল্লাপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

মানববন্ধনে বক্তারা জানান, গত ৬মে  শুভকে অপহরন করে মুক্তিপণের জন্য ছয় লাখ টাকা চায় অপহরণকারীরা। তারা মুক্তিপণের টাকা না পেয়ে শুভকে হত্যা করে। পরের দিন বিকালে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের খিদিরপুর টেকপাড়া জানেরমুখ ব্রীজের পাশে শুভর মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে মাধবদী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার ছয় দিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। মানববন্ধন কারীরা প্রশ্ন করে বলেন, পুলিশ প্রশাসন কি করছে? আমরা কি এজন্যই কি দেশটা পুনরায় স্বাধীন করেছি?  

তারা আল্টিমেডাম ছুড়ে দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আসামীদের গ্রেপ্তার করা না হয় তা হলে ঢাকা—সিলেট মহাসড়কক অবরোধ করা হবে। শুভ হত্যায় জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

আলীম

×