
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড় চেংগাইন এলাকায় জুলফিকার স্টিল কারখানায় আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক হত্যা মামলার আসামি মতিন খান গংদের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
রবিবার রাতে মতিন খান, শুভ খান, জিন্নাত ও কামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জুলফিকার স্টিলে হামলা চালায়।
এ ঘটনায় জুলফিকার স্টিলের নিরাপত্তা কর্মী জুয়েল মিয়া বাদী হয়ে মতিন খান গংদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মতিন খান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে একাধিক ব্যক্তিদের জমি জোরপূর্বক দখল করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিলো।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মতিন খানের নেতৃত্বে নিরস্ত্র ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছিলো। তাই সন্ত্রাসী মতিন খানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, মতিন খান ও তার বাহিনীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সজিব