ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমান

প্রকাশিত: ২২:১৬, ৭ মে ২০২৫

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমান

ফাইল ছবি

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের জেরে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্স এখন পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা করছে। ফলে কিছু ফ্লাইটে সময়ও বেশি লাগছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বুধবার (৭ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর এক বিবৃতিতে জানান, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বিমান চলাচল করতে হচ্ছে। ফলে কিছু ফ্লাইটের সময়সীমা একটু দীর্ঘ হচ্ছে। তবে ভারতের আকাশসীমা ব্যবহারে এখনও কোনো সমস্যা হয়নি।”

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায়। ভারত ওই হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে। এরই পরিপ্রেক্ষিতে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের সঙ্গে একাধিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। একযোগে দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলছে।

পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক ব্রিফিংয়ে বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তিনি জানান, পাকিস্তান এর প্রতিশোধ নিতে শুরু করেছে।

অন্যদিকে ভারত জানায়, তারা ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তানের অভ্যন্তরে এবং পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করে ভারত। তবে পাকিস্তানের সামরিক স্থাপনাগুলো টার্গেট করা হয়নি বলেও জানিয়েছে তারা।

এ ধরনের সংঘাতে আঞ্চলিক স্থিতিশীলতা যেমন হুমকির মুখে পড়ে, তেমনি আন্তর্জাতিক বিমান চলাচলেও প্রভাব পড়ে। বাংলাদেশের ফ্লাইটগুলোর ক্ষেত্রেও সেটির প্রতিফলন ঘটছে। এ পরিস্থিতিতে যাত্রীদের যাত্রাসংক্রান্ত সময়সীমা ও সেবা নিয়ে সাময়িক অসুবিধা হলেও নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার—এমনটি জানিয়ে রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি বাংলা

এসএফ 

আরো পড়ুন  

×