
ছবিঃ সংগৃহীত
দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে ভারতের ‘অপারেশন সিন্দুর’। পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে একযোগে চালানো এই হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। আর এই হামলা নিয়ে এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওভাল অফিসে ঢোকার পথেই হামলার খবর জানতে পেরেছেন তিনি। একইসঙ্গে দ্রুত যুদ্ধ বন্ধের প্রত্যাশাও জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা। আমার ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানত কিছু একটা হতে যাচ্ছে। সত্যিটা হলো, তারা দীর্ঘদিন ধরে লড়ছে। দশকের পর দশক ধরে লড়ছে। আশা করছি খুব দ্রুত শেষ হবে সংঘাত।’
এছাড়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও জানান, ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ সমাধানে উভয় দেশের সাথে যোগাযোগ করবে ওয়াশিংটন।
এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তার মুখমাত্র স্টিফেন দুজারেক উভয় দেশকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, ট্রাম্প ভারতের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি আসলে দুই দেশের মধ্যে সংলাপ ও শান্তির বার্তা দিচ্ছেন।
সূত্রঃ https://www.facebook.com/share/v/1AYJMqbrKh/
আরশি