ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ধলই সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ১৫ জনসহ, ৩ জেলায় শতাধিক অনুপ্রবেশ

প্রকাশিত: ১২:১০, ৮ মে ২০২৫; আপডেট: ১২:১১, ৮ মে ২০২৫

ধলই সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ১৫ জনসহ, ৩ জেলায় শতাধিক অনুপ্রবেশ

ছবি : সংগৃহীত

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশের ঘটনা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। ইতোমধ্যে এ রকম ১০৩ জনের বাংলাদেশে প্রবেশের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৭৩ জনকে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) আটক করতে সক্ষম হয়েছে।

 

 

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৭ মে) সকালে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশের খবর ছড়িয়ে পড়লে তৎপর হয়ে ওঠে সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় দ্রুতই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

ধলই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৫৮ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে আরও ৩০ জন বাংলাদেশে প্রবেশ করেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তাদের অনেকেই ইতোমধ্যে আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এখনো তাদের সঠিক অবস্থান জানা যায়নি।

 

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুপ্রবেশ রোধে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশিচৌকি। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো এ ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখছে।
 

আঁখি

×