
ছবিঃ সংগৃহীত
ভারতের সাম্প্রতিক অপারেশন সিঁদুর নামক সামরিক অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি স্থানে হামলা চালানো হয়েছে, যা দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলাগুলি পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, যেগুলি ২২ এপ্রিল কাশ্মীরে ২৬ জন ভারতীয় পর্যটককে হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিল।
পাকিস্তান এই হামলাগুলিকে যুদ্ধের ঘোষণা হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে এবং পাল্টা প্রতিক্রিয়ায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। পাশাপাশি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতকে কাপুরুষোচিত হামলার জন্য ফল ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র, উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে, সীমান্তে গোলাগুলি ও পাল্টা হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি উভয় পক্ষ সংযম না দেখায়, তবে এই সংঘর্ষ একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
এই প্রেক্ষাপটে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে উভয় দেশের কূটনৈতিক সংলাপ ও সমঝোতার প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে।
সূত্রঃ https://youtu.be/NAdN3zmb7nI?si=0BTg8VuAkyqxJ210
আরশি