ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

হলিউড বনাম ট্রাম্প: বিদেশি সিনেমায় ১০০% শুল্কের হুমকি

প্রকাশিত: ২৩:১৭, ৬ মে ২০২৫

হলিউড বনাম ট্রাম্প: বিদেশি সিনেমায় ১০০% শুল্কের হুমকি

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বিদেশে নির্মিত সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি। তার দাবি—হলিউড ধ্বংসের পথে, আর বিদেশি দেশগুলো নানা প্রণোদনায় মার্কিন নির্মাতাদের বাইরে নিয়ে যাচ্ছে। এই প্রবণতা তিনি ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ হিসেবে দেখছেন।

নিজের Truth Social অ্যাকাউন্টে ট্রাম্প বলেন, ‘আমেরিকান সিনেমা ইন্ডাস্ট্রি দ্রুত ধ্বংস হচ্ছে।’ তাই বিদেশে নির্মিত সব সিনেমার ওপর বড় ধরনের শুল্ক বসাতে বাণিজ্য বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি।

শুল্ক নির্ধারণ করা হবে এমন কয়েকটি সিনেমা হলো, যুক্তরাজ্যে শুট হওয়া Wicked, Barbie, Wonka, অস্ট্রেলিয়ায় নির্মিত Fall Guy, Kingdom of the Planet of the Apes, চেক প্রজাতন্ত্রে নির্মিত Nosferatu। এছাড়াও ভারত, কোরিয়া ও ইউরোপের কিছু সিনেমা।

তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য প্রতিবাদ জানিয়েছে।
হলিউড ও স্ট্রিমিং কোম্পানির শেয়ার পড়ে গেছে। Netflix-এর শেয়ার ২.৫% কমেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সিনেমার টিকিটের দাম বাড়বে, দর্শক কমে যাবে।

এদিকে করোনা, ধর্মঘট ও দাবানলে পিছিয়ে পড়েছে হলিউড। ২০২৪ সালে আয় ২০% কম ছিল কোভিড-পূর্ব সময়ের চেয়ে। ক্যালিফোর্নিয়া রাজ্য ৭.৫ বিলিয়ন ডলারের ট্যাক্স ক্রেডিট চালুর প্রস্তাব দিয়েছে।

তবে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব সিনেমা বাণিজ্যে বড় ধাক্কা দিতে পারে। দেশজুড়ে আলোচনা চলছে—সিনেমার ভবিষ্যৎ কি ওয়াশিংটন ডিসিশনে বন্দী হয়ে পড়বে?

সূত্রঃ আল-জাজিরা

 

আরশি

×