ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মোদিকে একটা শিক্ষা দেয়ার সুযোগ পাকিস্তানের সামনে, যে কারণে বললেন ইলিয়াস

প্রকাশিত: ০০:৪৪, ৭ মে ২০২৫; আপডেট: ০০:৪৫, ৭ মে ২০২৫

মোদিকে একটা শিক্ষা দেয়ার সুযোগ পাকিস্তানের সামনে, যে কারণে বললেন ইলিয়াস

ছবিঃ সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌছেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতেও রুপ নেয়ার আশঙ্কা বাড়ছে। এমন অবস্থায় নিয়ন্ত্রণ রেখায় সম্ভাব্য ভারতীয় হামলার বিষয়ে সতর্ক করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কতা উচ্চারণ করেছেন। 

পাকিস্তানে হামলা চালালে নয়াদিল্লিকে দাঁত ভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। 

সংবাদমাধ্যমটি বলছে, ভারত যে কোন সময় নিয়ন্ত্রণ রেখাতে সামরিক হামলা চালাতে পারে। 

ইসলামাবাদে সাংবাদিকদের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত পরিকল্পিতভাবে যে কোন সময় নিয়ন্ত্রণ রেখায় হামলা চালাতে পারে। তেমন কিছু হলে নয়াদিল্লিকে দাঁত ভাঙা জবাব দেয়ার কথা জানান তিনি। 

এদিকে পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, এই ধরনের তদন্তে প্রকাশ পাবে ভারত নিজেই বা অভ্যন্তরীণ কোন গোষ্ঠী হামলার সাথে জড়িত কিনা। দিল্লির ভিত্তিহীন অভিযোগের আসল সত্য উন্মোচিত হবে বলে মন্তব্য করেন তিনি। 

ভারতের প্রধানমন্ত্রী রাজনৈতিক ফায়দার জন্য এই অঞ্চলকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

 

সূত্রঃ https://www.facebook.com/share/15H21MaFUA/

রিফাত

আরো পড়ুন  

×