
ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে বেশিরভাগ বিদেশি ফ্লাইট—এমন তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24।
এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “বেশিরভাগ ফ্লাইট পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলছে।”
Flightradar24 আরও জানায়, “অ-পাকিস্তানি বিমান—যেগুলো পাকিস্তানের বিমানবন্দরে যাচ্ছে বা পাকিস্তানের ওপর দিয়ে ওভারফ্লাইট হিসেবে যাচ্ছিল—তারা বিকল্প পথ ব্যবহার করছে। তবে পাকিস্তানি বিমান সংস্থাগুলোর ফ্লাইটগুলো এখনো তাদের নির্ধারিত গন্তব্যে উড়াল দিচ্ছে।”
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ আল জাজিরা
ইমরান