
ছবি: সংগৃহীত
মঙ্গলবার দিবাগত রাতে ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তানের আজাদ কাশ্মীরের তিনটি ও পাঞ্জাবের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে ভারতনিয়ন্ত্রিত জম্মুর পুঞ্চ-রাজৌরি জেলায় পাকিস্তানি বাহিনীও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
এছাড়া, ভারতের তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে দাবিও করছে পাকিস্তান। ভারত তাদের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের অন্তত দুটি মসজিদ নিশানা করেছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
অন্যদিকে, ভারত দাবি করেছিল, তাদের অভিযানে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনাকে নিশানা করা হয়নি, শুধু সন্ত্রাসীদের অবকাঠামোগুলোয় হামলা চালানো হয়েছে।
তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জিও নিউজকে বলেন, ‘ভারত যেসব স্থানে হামলা চালিয়েছে, সেগুলো সবই বেসামরিক এলাকা। কোনো সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো সেখানে নেই।’ তিনি আরও বলেন, ‘ভারতের দাবি যে তারা সন্ত্রাসী শিবিরে হামলা চালিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা।’
উল্লেখ্য, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংস ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এবং পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয়। তবে পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং ভারত হামলার পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল।
সূত্র: আল-জাজিরা
রাকিব