
ফ্রেডরিখ মেয়ার্জ
জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা ফ্রেডরিখ মেয়ার্জ। মঙ্গলবার প্রথম দফার ভোটে ব্যর্থ হলেও বুধবার দ্বিতীয় দফায় জয় নিশ্চিত করেন তিনি। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় জার্মানিতে। এতে ফ্রেডরিখ মেয়ার্জের (৬৯) দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন জয়ী হলেও সরকার গঠনের মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ফলে সরকার গঠন নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। খবর ডয়েচে ভেলের।
দফায় দফায় বৈঠক ও দীর্ঘ আলোচনার পর গত মাসে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে জোট করতে সক্ষম হন মেয়ার্জ। মঙ্গলবার চ্যান্সেলর বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে পার্লামেন্টের নি¤œকক্ষ বুন্দেসটাগে ৬৩০ জনের মধ্যে প্রয়োজন ছিল ৩১৬ ভোট। কিন্তু প্রথম দফার ভোটে ম্যার্ৎস পান মাত্র ৩১০ ভোট।