ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জাতীয় ক্রিকেটে ইতিহাস গড়ল কিশোরগঞ্জ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ২২:০৬, ৭ মে ২০২৫

জাতীয় ক্রিকেটে ইতিহাস গড়ল কিশোরগঞ্জ

ছবি: জনকন্ঠ

৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কিশোরগঞ্জ জেলা টিমের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে।


এদিকে মঙ্গলবার জাতীয় ক্রিকেটের খেলা শেষে কিশোরগঞ্জ জেলা টিম প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে প্রথম ইনিংসে কিশোরগঞ্জ ২৪৪ রান করে। জবাবে ৮২ রানে গুটিয়ে যায় কুমিল্লা। প্রথম ইনিংসে ১৬২ এগিয়ে থেকে কিশোরগঞ্জ দ্বিতীয় ইনিংসে করে ১৭৪ রান। ৩৩৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫২ রানে গুটিয়ে যায় কুমিল্লা। ১৮৪ রানের বড় জয়ে প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ।


প্রথম ইনিংসে কিশোরগঞ্জের হয়ে জাহিদুজ্জান ৪১ ও অধিনায়ক রেদওয়ান সিয়াম করেন ৪৫ রান। আর কুমিল্লার হয়ে ৩টি করে উইকেট নেন স্বপন কুমার দে ও আশরাফুল হাসান।
কুমিল্লাকে গুটিয়ে দিতে কিশোরগঞ্জের শরিফুল রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথম ইনিংসে তার শিকার ১ উইকেট আর ব্যাট হাতে করেন ৩৯ রান। দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট।
দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট আর ৪১ রান করে ম্যাচসেরা হন শরিফুল। তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। ৬৪ জেলা ক্রিকেট দল নিয়ে গত ১৫ মার্চ ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়।

মাজহার/রবিউল

×