ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে, স্ত্রী ও সন্তানের সামনে দু’দিন ধরে কেঁদেছিলেন মার্টিনেজ

প্রকাশিত: ২২:২৬, ৭ মে ২০২৫; আপডেট: ২২:২৭, ৭ মে ২০২৫

বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে, স্ত্রী ও সন্তানের সামনে দু’দিন ধরে কেঁদেছিলেন মার্টিনেজ

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। কিন্তু এই জয়ের পেছনে রয়েছে এক আবেগময় গল্প—ম্যাচের আগে দুই দিন স্ত্রীর সামনে বসে কেঁদেছেন তিনি। শুধু স্ত্রীই নয়, সে সময় পাশে ছিল তার সন্তানরাও।

মঙ্গলবার (৬ মে) রাতে দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জয় পায় ইন্টার মিলান। ম্যাচের প্রথম গোলটি করেন মার্টিনেজ নিজেই। যদিও খেলায় ইন্টার একসময় পিছিয়ে পড়েছিল, শেষ পর্যন্ত দুর্দান্ত কামব্যাক করে জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

ম্যাচের পর স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “আমি অনেক সংগ্রামের মধ্যে ছিলাম। এমনকি পা তুলতে পারছিলাম না। বার্সেলোনায় প্রথম লেগের পর আমি দু’দিন ধরে স্ত্রীর সঙ্গে বসে কেঁদেছি। আমি পুরো সপ্তাহে দ্বিগুণ অনুশীলন করেছি, চোট সারাতে যা যা করার করেছি। মাঠে নামার সময় পায়ে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে খেলতে হয়েছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের ম্যাচে আপনাকে থাকতেই হবে। আমি আমার স্ত্রী ও সন্তানদের সামনে বসে কেঁদেছি, কিন্তু আমি তাদের প্রতিজ্ঞা করেছিলাম—আমি মাঠে নামবই। এমনকি আমার মা দুশ্চিন্তায় পড়ে সকাল থেকে ফোন দিচ্ছিলেন, কিন্তু আমি তার দুশ্চিন্তা আরও বাড়বে ভেবে ফোন ধরিনি।”

বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে মার্টিনেজ প্রথমার্ধে ঊরুতে চোট পান, যার ফলে কোচ সিমোন ইনজাঘি তাকে বিরতিতে উঠিয়ে নেন। দ্বিতীয় লেগে মাঠে নামতে হলে তাকে পার করতে হয়েছে এক মানসিক ও শারীরিক যুদ্ধ।

উল্লেখ্য, ২০২৩-২৪ মৌসুমে ইতালিয়ান লিগ সিরি-আ’য় সর্বোচ্চ গোলদাতা ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে শিরোপা হারাতে হয়েছিল তাকে। এবার সেই ব্যথা ভুলে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামছেন তিনি।

আগামী ১ জুন অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। মার্টিনেজ জানিয়েছেন, এই সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

এসএফ

×