
বার্সার একের পর এক আক্রমণ এভাবেই চীনের প্রাচীরের মতো প্রতিহত করেন ইন্টারের গোলরক্ষক ইয়ান সমের
মিলনের সান সিরোয় ১২০ মিনিটের ধ্রুপদি এক লড়াইয়ে স্প্যানিস জায়ান্ট বার্সাকে ৪-৩ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এর আগে প্রথম দেখায় ড্র হয়েছিল ৩-৩ এ, সব মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে তিন বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ইটালিয়ান ক্লাব। পরাজয়ের দুয়ারে থাকা ইন্টারকে উদ্ধার করেন ফ্রান্সেসকো আচের্বি। মৌসুমে প্রথম গোল করে ৯৩তম মিনিটে দলকে সমতায় ফেরান ৩৭ বছর বয়সী ডিফেন্ডার।
অতিরিক্ত সময়ে গোল করে দলকে জেতান দাভিদে ফ্রাত্তেসি। কিন্তু যারা খেলা দেখেছেন, তারা জানেন, এই ম্যাচে ও দুই লেগ মিলিয়ে ব্যবধান গড়ে দেওয়ার নায়কদের একজন গোলকিপার ইয়ান সমের। দুই লেগে সাতটি করে মোট ১৪টি সেভ করেছেন। যেখানে ইয়ামালের একটিসহ বেশ কয়েকটি সেভ ছিল প্রায় নিশ্চিত গোল।
দুই লেগে সাতটি করে মোট ১৪টি সেভ, বার্সেলোনার একের পর এক আক্রমণ ঠেকিয়ে নায়ক ইন্টারের এ সুইস গোলকিপার,‘আমি খুবই খুশি। অবিশ্বাস্য এক ম্যাচ ছিল এটি। আজকে রাতে আমাদের দল অসাধারণ কিছু করেছে। শেষদিকে লামিন ইয়ামালের যে শটটি ঠেকিয়েছি, তা ছিল স্পেশাল। সে দুর্দান্ত এক ফুটবলার, বক্সের ভেতরে ঢুকে চকিতে শট নিয়ে নেয়। ভালো লেগেছে যে বল জালে ঢোকেনি এবার।’ বলেন সমের।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়া দল দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে পিছিয়ে পড়ে। তৃতীয় গোলটি যখন হজম করে তারা, নির্ধারিত সময়ের তখন আর মিনিট তিনেক বাকি। কিন্তু তারপরও ভেঙে পড়েনি দল,‘এই ম্যাচ দেখিয়েছে যে, আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছি। আচের্বির দিকে দেখুন, ৯৩তম মিনিটে সমতাসূচক গোল করেছে। আমরা কখনও বিশ্বাস হারাইনি।’
বিপরীতে কখনও বাধার দেওয়াল হয়ে দাঁড়ালেন ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সমের। বারবার গোলের কাছে গিয়েও শেষ পর্যন্ত জালের দেখা পেলেন না ইয়ামাল। দলকেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো। তার হতাশা বেরিয়ে এলো চোখের জল হয়ে। তবে কষ্ট চাপা দিয়ে বার্সেলোনার তরুণ তারকা শোনালেন প্রতিজ্ঞার কথা।
ম্যাচ শেষে ইয়ামাল বলেন,‘এই ক্লাবের জায়গা প্রাপ্য শীর্ষে এবং সেখানে পৌঁছে না দিয়ে আমরা থামব না। প্রতিশ্রুতি রক্ষা করব আমি এবং এটা (চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি) নিয়ে আসব বার্সেলোনায়... এটা অর্জন না করা পর্যন্ত আমরা থামব না। আমরা সবটুকু উজাড় করে দিয়েছি।
এই বছর হলো না, তবে আমরা ফিরে আসব সেরা রূপ ধারণ করে, এটা নিয়ে কোনো সংশয় নেই।’ চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ও ট্রেবল স্বপ্ন ভেঙে যাওয়ার পর বার্সেলোনার চোখ এখন লা লিগার শিরোপা পুনরুদ্ধারের দিকে। সেই অভিযানে রবিবার তাদের সামনে বড় প্রতিবন্ধকতা রিয়াল মাদ্রিদ।