ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সামিত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০০, ৭ মে ২০২৫

বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সামিত

সামিত সোম

বাংলাদেশের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেক হয়েছে গত ২৫ মার্চ। তারপর থেকে গুঞ্জন শুরু হয় কানাডার লিগে খেলা সামিত সোমকে নিয়ে। প্রাথমিকভাবে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন এই প্রবাসী ফুটবলার। পরে সুখবর দেন তিনি, ‘বাংলাদেশ হয়ে খেলতে চাই’। এরপর থেকেই শুরু হয় সব প্রক্রিয়া। সেটি এখন সত্যি। বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন সামিত সোম। মঙ্গলবার তাকে ক্লিয়ারেন্স প্রদান করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

এর আগে শুক্রবার কানাডার টরেন্টোর বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত। ৭২ ঘণ্টার মধ্যেই সামিতের ই-পাসপোর্ট হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম সামিতের পাসপোর্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। পাসপোর্ট হয়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষে খেলার জন্য আরও এক ধাপ এগিয়ে যান কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত।

বাফুফে সামিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করেছিল। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটিও ‘সবুজ সংকেত’ দিয়ে দিল।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন আসতে তিন মাসের বেশি সময় লেগেছিল। হামজা ইংল্যান্ডের সিনিয়র দলে না খেললেও বয়সভিত্তিক পর্যায়ে ইউরোপীয় মহাদেশের টুর্নামেন্ট খেলেছিলেন। সামিত কানাডার সিনিয়র দলের হয়ে দুই ম্যাচ খেললেও সেটা প্রীতি ম্যাচ হওয়ায় আনঅফিসিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। ফলে সামিতের ফিফা ক্লিয়ারেন্স দ্রুতই হয়ে গেল। 
এক হামজা চৌধুরীর আগমণে বাংলাদেশের ফুটবলে নব জোয়ার সৃষ্টি হয়েছে। তার পথ ধরে এখন আরও প্রবাসী ফুটবলার লাল-সবুজের তাঁবুতে ভিড়তে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় কানাডি প্রবাসী সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় আছেন। হামজার সঙ্গে সামিতের দারুণ জুটি পাবে বাংলাদেশ।

×