
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে জাতীয় পার্টির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।এক সংবাদবিজ্ঞপ্তিতে তিনি বলেন, “দীর্ঘদিন বিদেশে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে আমরা স্বাগত জানাই এবং আনন্দিত বোধ করি।”
তিনি বলেন, “বর্তমানে দেশ এক কঠিন ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।”
জিএম কাদের আরও উল্লেখ করেন, “রাজনীতিতে ঘৃণা-বিদ্বেষ ও প্রতিহিংসার যে ধারা বিস্তার লাভ করেছে, তা জাতিকে প্রতিনিয়ত সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে, বেগম খালেদা জিয়ার মতো অভিজ্ঞ ও জনপ্রিয় নেত্রীর দেশে ফেরাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি আশা প্রকাশ করেন, “বেগম খালেদা জিয়া জনগণের মধ্যে সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবেন এবং একটি জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে বর্তমান সংকট উত্তরণে কার্যকর অবদান রাখবেন।”
জাতীয় পার্টি চেয়ারম্যান তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আফরোজা