
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য পরীক্ষার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাসায় পৌঁছানোর পর সেখানে জড়ো হওয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুরোধ জানান, সবাইকে এখন বাসার সামনে থেকে সরে যাওয়ার জন্য।
মির্জা ফখরুল বলেন, “তিনি (খালেদা জিয়া) এখন কিছুটা অসুস্থ। চিকিৎসকরা তাঁকে কমপক্ষে আট ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই কেউ এখানে স্লোগান দেবেন না, ভিড় করবেন না। দয়া করে আপনারা সবাই এখন যার যার বাড়িতে ফিরে যান।”
তিনি আরও বলেন, “দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করছি, যেন এখানে কোনো গণ্ডগোল না হয়। পরে সময় হলে আপনাদের সঙ্গে তিনি কথা বলবেন।”
সূত্র: https://www.youtube.com/watch?v=7h3pkg-l1EU
আবীর