ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

গাজীপুরে রহস্যজনক কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত

মো: ইমারত হোসেন, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৪:৫৭, ৬ মে ২০২৫

গাজীপুরে রহস্যজনক কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান রহস্যজনক কারণে স্থগিত করেছে কর্তৃপক্ষ। এতে বিএনপি`র অনেক নেতাসহ এসব দখলদাররা আরও পাকাপোক্ত ভাবে নতুন নতুন ঘর নির্মাণ করে দখল করে নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগের মূল্যবান সরকারি সম্পদ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর অভিযান পরিচালনা করার কথা থাকলেও তার কোন কার্যক্রম দেখা যায়নি। গাজীপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, আজ উচ্ছেদ অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট পাইনি যার কারণে উচ্ছেদ করা সম্ভব হয়নি। এছাড়াও তিনি বলেন, যারা অবৈধ স্থাপনা তৈরি করেছে তারা নিজেরাই বলেছে তিন চার দিনের মধ্যে সব সরিয়ে নিবে। যার কারণে বুধবার আমরা অভিযান স্থগিত করেছি।

উল্লেখ্য গত ২৪ এপ্রিল গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৯ এপ্রিলের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা কালিয়াকৈর বাজার রোড বাস টার্মিনালসহ আশপাশ এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সম্পত্তিতে স্থায়ী ও অস্থায়ী সব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হলো। অন্যথায় আগামী ৩০ এপ্রিল উচ্ছেদ পরিচালনা করা হবে।

সড়ক ও জনপদ বিভাগের অফিসের গোপন একটি সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের কার্যালয়ে বিএনপির সিনিয়র একাধিক নেতার দেনদরবারে উচ্ছেদ কার্যক্রম প্রত্যাহার করা হয়েছে। যার ফলে উল্লিখিত এসব এলাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে লাগামহীন ভাবে গড়ে উঠা অন্তত দুইশতাধিক অবৈধ স্থাপনার মালিকরা অনেকটাই শক্তপোক্ত ভাবে দখলের সুযোগ পেয়ে গেলেন জবরদখলকারীরা ।

এ ব্যাপারে গাজীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলমের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়, মোবাইলের রিং হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার অফিস জনৈক এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, স্যার কোন সাংবাদিকদের ফোন রিসিভ করেন না।

মিরাজ খান

×