ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পিরোজপুরে স্ত্রী ও শাশুড়ীকে জবাই করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

প্রকাশিত: ১৮:৫৬, ৬ মে ২০২৫

পিরোজপুরে স্ত্রী ও শাশুড়ীকে জবাই করে হত্যা

ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ী কে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়েছে ঘাতক স্বামী বাদল খান ।

ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার ।

নিহতরা হলেন বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)। ঘাতক মো: বাদল খান (৪৫) ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা।

স্থানীয়রা জানায়, আগের একাধিক স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদের পর বাদল খান ২০দিন আগে চতুর্থ বিয়ে করে চম্পা বেগমকে। সোমবার রাত সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী চম্পা বেগম ও শ্বাশুরি বিলকিস বেগমকে হত্যা করে । স্ত্রী ও শ্বাশুরিকে হত্যার পর ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় বাদল। 

এ সময় বাদলের দ্বিতীয় স্ত্রীর শিশু পুত্র ঘর থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের জানায়। এসময় লোকজন এসে ঘরে আগুন জ্বলতে দেখে নিভিয়ে ফেলে। পরে পুলিশে
খবর দেয়া হয়। প্রতিবেশীদের ধারনা পারিবারিক কলহের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

ভান্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে এবং আমিও সেখানে গিয়েছিলাম। লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা সম্ভব হয়নি।

আসিফ

×