ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মধ্যপ্রাচ্য সফরের আগে ‘বৃহৎ ঘোষণা’র ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশিত: ০০:১৮, ৭ মে ২০২৫; আপডেট: ০০:২৩, ৭ মে ২০২৫

মধ্যপ্রাচ্য সফরের আগে ‘বৃহৎ ঘোষণা’র ইঙ্গিত ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের আগে একটি ‘অত্যন্ত বড় ও ইতিবাচক’ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন, যা তিনি বলছেন, বহু বছরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা হতে যাচ্ছে। হোয়াইট হাউজে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এই মন্তব্য করেন।


ট্রাম্প বলেন, আমরা একটি খুব, খুব বড় ঘোষণা দিতে যাচ্ছি— যত বড় ঘোষণা হতে পারে, তত বড়। তবে এখনই বলছি না বিষয়টা কী নিয়ে… এটা খুব ইতিবাচক।
তিনি আরও জানান, এ ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার, শুক্রবার অথবা সোমবারের মধ্যে, তাদের সফরের আগেই।

প্রেসিডেন্টের এই ঘোষণার প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী কারনি বলেন, “আমি আমার সিটের কিনারায় বসে আছি,”— যা শুনে সংবাদকক্ষে হাসির রোল পড়ে যায়।


আলোচনার একপর্যায়ে ট্রাম্প জানান, ইয়েমেনের হুথিরা আর লড়াই করতে চায় না এবং তারা জলপথে হামলা বন্ধে সম্মত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রও ইয়েমেনে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর বিমান হামলা বন্ধ করবে। গত ১৫ মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে দৈনিক বিমান হামলা চালিয়ে আসছিল।

ইসরায়েল বলছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর “জিম্মি মুক্তির একটি সুবর্ণ সুযোগ” হতে পারে। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তার মতে, যদি কোনো চুক্তি না হয়, তাহলে তারা “গিডিয়নের রথ অভিযান” শুরু করবে, যা চলবে নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত।
এই প্রসঙ্গ উঠে আসে হুথিদের সাম্প্রতিক ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে, যা ইসরায়েলের প্রধান বিমানবন্দরের পাশে আঘাত হানে।

এসএফ

তথ্যসূত্র: ফক্সনিউজ

আরো পড়ুন  

×