ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে পাকিস্তান: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪৬, ৭ মে ২০২৫; আপডেট: ০৪:৪৭, ৭ মে ২০২৫

সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে পাকিস্তান: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার এটিকে দেশের “সার্বভৌমত্বের চরম লঙ্ঘন” বলে মন্তব্য করেছেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই হামলা আঞ্চলিক শান্তিকে হুমকির মুখে ফেলেছে।”

তিনি আরও বলেন, “পাকিস্তান তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।”

পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট বার্তা মিলেছে যে, পাকিস্তান আন্তর্জাতিক সীমার লঙ্ঘন মেনে নেবে না এবং প্রয়োজনে কঠোর প্রতিরক্ষা নীতিতে যেতে প্রস্তুত রয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলেও।

সূত্রঃ আল জাজিরা

ইমরান

×