ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সেনা অভিযানে সন্ত্রাসী গ্রেনেড বাবুর সামরিক শাখা প্রধান কালা তুহিনসহ গ্রেফতার ৩, গোলাবারুদ উদ্ধার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ০৭:১৫, ৭ মে ২০২৫; আপডেট: ০৭:১৮, ৭ মে ২০২৫

সেনা অভিযানে সন্ত্রাসী গ্রেনেড বাবুর সামরিক শাখা প্রধান কালা তুহিনসহ গ্রেফতার ৩, গোলাবারুদ উদ্ধার

ছবি : জনকন্ঠ


খুলনায় সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী গ্রেনেড বাবুর সামরিক শাখার প্রধান কালা তুহিন ও তার দুই সহযোগী গ্রেফতার হয়েছে। বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকার একটি হাঁসের খামার থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ১টি বিদেশি নাইন এম এম রিভলবার, ৪ রাউন্ড তাজা বুলেট, ১টি দেশীয় অস্ত্র, ১৭টি বিদেশী মদের বোতল, ২ কেজি গান পাউডার (কথিত), বেশ কিছু দেশীয় অস্ত্র, ১২টি মোবাইল সেট বেশ কয়েমটি সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

 


বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ মে) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত  চক্রাখালী এলাকার ফারুকের হাসের খামারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় তাওহিদুল ইসলাম তুহিন ওরফে কালা তুহিন (৩৫), হাবিব শেখ (৩২) ও  কে এম মিজানুর রহমান ওরফে সুজন (৪৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে এসব গোলাবারুদ, মোবাইল সেট, নগদ অর্থসহ মালামাল।

 

 

শুধু কালা তুহিনের নামে বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে গ্রেনেড বাবুর সঙ্গে নানা অপকর্ম করে আসছে। আসামীদের ও উদ্ধারকৃক অস্ত্র ও মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কালা তুহিন গোপালগঞ্জের কোটালীপাড়ার বড় দক্ষিণপাড় গ্রামের মৃত আঃ সাত্তার বিশ্বাসের ছেলে (বর্তমানে খুলনা নগরীর শেখপাড়ার গোলআলা মুন্সীর বাগান বাড়িতে বসবাস), হাবিব সোনাডাঙ্গ এলাকার হালিম শেখের ছেলে আর সুজনের বাড়ি বাগেরহাট সদরের আফরা কাজীবাড়ি।

 

 

পিতা বীর মুক্তিযোদ্ধা বাজী জালাল উদ্দিন। নগীর টুটপাড়ায় এক ভাড়া বাড়িতে থাকতো সে। হাবিব ও তুহিনের নামেও বিভিন্ন থানা মামলা রয়েছে।

আঁখি

×