ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

এ বছর পরমাণু যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ৭ মে ২০২৫

এ বছর পরমাণু যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান

এ বছরই পরমাণু যুদ্ধে জড়াতে পারে ভারত ও পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে এ বছরই পরমাণু যুদ্ধে জড়াতে পারে ভারত ও পাকিস্তান। ছয় বছর আগে ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের করা একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এতে সাড়ে ১২ কোটি মানুষের মৃত্যু হতে পারে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। খবর বিবিসির।
আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের করা ওই গবেষণায় কীভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে তার দুটি কাল্পনিক দৃশ্য বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী। নিহত হবেন ভারতীয় নেতারা। জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে। নিজেদের রক্ষার্থে পরমাণু বোমা ব্যবহার করবে পাকিস্তান। এরপর ভারতও তাদের পরমাণু বোমা ব্যবহার করবে। দুটো দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। 
দ্বিতীয় গল্পে বলা হয়েছে, কাশ্মীরে আক্রমণ করবে ভারত। তারপর শুরু হয়ে যাবে পরমাণু যুদ্ধ। তবে উভয় দেশে যদি বিচার-বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তা হলে হয়তো এ রকম কিছু হবে না এবং এ কারণেই এখনো পর্যন্ত সে রকম কিছু হয়নি। গবেষণার সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অ্যালান রোবোক বলেন, ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রভা-ার বাড়িয়ে চলেছে।

শুধু সংখ্যার বিচারেই নয়, এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা ক্রমাগত বৃদ্ধি করছে। ফলে তাদের আশঙ্কা ভারত ও পাকিস্তানের মধ্যেই এই যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি। ২০২৫ সালেই কেন পারমাণবিক যুদ্ধ জড়াবে ভারত ও পাকিস্তান। এমন প্রশ্নে অধ্যাপক রোবোক বলেছিলেন, ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেছে নিয়েছেন। 
তিনি আরও বলেন, এই যুদ্ধ যে কোনো সময়ে লাগতে পারে। ভবিষ্যতের ব্যাপারে কোনো তথ্য থাকে না। কখন কী হবে সেটাও কেউ বলতে পারে না। সে কারণে আমরা কিছু দৃশ্যকল্প ব্যবহার করেছি কী হতে পারে সেটা বোঝার জন্য। সেই সম্ভাবনার কথা চিত্রিত করতে আমরা শুধু একটা সময়কে বেছে নিয়েছি। 
এদিকে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুক হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে শেষ পর্যন্ত দেশটিতে ৭ মে গভীর রাতে হামলা চালিয়েছে। এদিকে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালিয়েছে। পাশাপাশি ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। তবে দুই দেশের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে তারা পরমাণু অস্ত্র যুদ্ধে লিপ্ত হবে কি না, তা সময় বলে দেবে।

আরো পড়ুন  

×