
ছবিঃ প্রতিবেদক
রাজবাড়ী শহরের বড়পুল সজ্জনকান্দা এলাকায় অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডা. রতন ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকটির সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
মঙ্গলবার (০৬ মে) বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন এসএম মাসুদ স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সিভিল সার্জনের কার্যালয় গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটির অপারেশন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ভবিষ্যতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, প্যাথলজি, ল্যাবরেটরি পরিদর্শন কমিটির সুস্পষ্ট মতামত ও প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, গত ২৩ এপ্রিল শাহানা বেগম (৩০) নামে এক প্রসূতি রোগীকে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ডা. রতন ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশনের পরপরই তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই ক্লিনিকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এটাই প্রথম নয়, এর আগেও ডা. রতন ক্লিনিকে একাধিক রোগী বিশেষ করে সিজারিয়ান অপারেশনের পর মৃত্যুর শিকার হয়েছেন। এসব ঘটনায় বারবার প্রশ্ন উঠেছে ক্লিনিকের চিকিৎসা মান ও সার্বিক তদারকি নিয়ে।
প্রসূতির মৃত্যু এবং আগের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সচেতন মহল এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও জনস্বার্থে জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন। একইসঙ্গে তারা জেলার অন্যান্য বেসরকারি ক্লিনিকের কার্যক্রমও নিয়মিত মনিটরিং ও মূল্যায়নের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডা. রতন ক্লিনিকের কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরশি