
ছবি: জনকন্ঠ
আজ বুধবার বিকেল ২টা ৪৫ মিনিটে ফরিদপুরের কবি জসিম উদ্দিন হলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা-৩ বিভাগের আলোচনা ও মতবিনিময় সভা। জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও উপজেলার সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুর জেলার সদস্য সচিব সোহেল রানার সভাপতিত্বে এ সময় সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (কেন্দ্রীয়) যুগ্ম আহ্বায়ক নিরব হাসান সুজন,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে(কেন্দ্রীয়) যুগ্ম সদস্য সচিব ফারহান হাসান বর্ণ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব যাবের বিন নুর , কেন্দ্রীয় সংগঠক মহিউদ্দিন নোবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের সাবেক মুখপাত্র নিরব ইমতিয়াজ শান্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ খান, যুগ্ম আহ্বায়ক আরিয়ান ইসলাম কাইয়ুম,মুখপাত্র তাহাফিন জেবা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা নতুন এক বাংলাদেশের নতুন এক ছাত্র সংগঠন চাই যারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাবে।
স্বৈরাচার পতনের পরও আমরা দেশ ও দেশের মানুষের জন্য এখনও কাজ করে যাচ্ছি। কেউ যদি স্বৈরাচারকে পুনরায় এ দেশে প্রতিষ্ঠিত করতে চায় তবে তার পরিণতি স্বৈরাচারের চাইতেও ভয়াবহ হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যার অংশগ্রহণ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ফরিদপুর জেলা শাখার কমিটি গঠনের ক্ষেত্রে ফরিদপুর সদরের পাশাপাশি উপজেলাকেও প্রাধান্য দিতে হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের স্বীকৃতি স্বরূপ জুলাই ঘোষণা পত্র জারি করা উচিত যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দিবে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাজনৈতিক দলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জনগণের রাজনৈতিক অধিকার সংরক্ষণ করা,সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গঠন করা, ও ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদ তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা।গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখবে। আমাদের লেজুরবৃত্তি পরিহার করতে হবে।
আমাদের সকলকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে নতুবা আমাদের পুনরায় জুলাই এর মত অবস্থার সৃষ্টি হবে। আমরা চাইনা ২৪ এর গণঅভ্যুত্থান কোনোভাবে ব্যর্থ হোক। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে প্রতিটি মানুষের অধিকার আদায়ের নিশ্চয়তা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে।
ভবিষ্যতে ফরিদপুরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ১০০ জনের একটি কমিটি প্রণয়ন করা হবে। গণতান্ত্রিক ছাত্র সংসদ উপযুক্ত ব্যক্তিদের তাদের কমিটিতে স্থান দিবে।"
রবিউল