ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গৃহবধূর খাটের নিচে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

প্রকাশিত: ১২:২৩, ৮ মে ২০২৫; আপডেট: ১২:২৭, ৮ মে ২০২৫

গৃহবধূর খাটের নিচে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

ছবি : সংগৃহীত

মাদারীপুরের ডাসার উপজেলায় পরকীয়া সম্পর্কের অভিযোগে গৃহবধূর ঘরে লুকিয়ে থাকা ছাত্রলীগ নেতাকে খাটের নিচ থেকে বের করে ধরা হয়। পরে সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

 

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি জহিরুল ইসলাম ডাসার উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি এক গৃহবধূর ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ উঠে। গৃহবধূর স্বামী বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর এক পুরুষের উপস্থিতি টের পেয়ে খোঁজ নিতে শুরু করেন। এক পর্যায়ে খাটের নিচে লুকিয়ে থাকা জহিরুলকে টেনে হিঁচড়ে বের করে আনেন তিনি এবং সেই মুহূর্ত মোবাইলে ভিডিও করেন। ভিডিওতে স্বামীকে বলতে শোনা যায়, "কেন খালি ঘরে আনছো, আর তোমারে খাটের নিচে পাইলাম কেন?"

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

 

 

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে জহিরুল ইসলাম দাবি করেন, তিনি এক সহকর্মীর মাধ্যমে ওই গৃহবধূর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলেন এবং সেখানে ‘হ্যারাসমেন্টের শিকার’ হয়েছেন। তবে তিনি খাটের নিচে কেন লুকিয়েছিলেন, সে প্রশ্নের সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি।

 

 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

 

সূত্র:https://youtu.be/tu8wrxqnYS0?si=8bGVDpPQpBQiwP3D

×