ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

তামিল সিনেমায় মোশাররফ করিম? লুক ফাঁসের পর যা জানা গেল

প্রকাশিত: ১৭:১৩, ৬ মে ২০২৫

তামিল সিনেমায় মোশাররফ করিম? লুক ফাঁসের পর যা জানা গেল

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন জনপ্রিয়তা। গেল ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা চক্কর ৩০২। এরই মধ্যেই আবারো ভিন্ন এক লুকে দেখা গেল এই অভিনেতাকে। যেখানে পুরোপুরি তামিল লুকে দেখা মিলল হিংস্র এক মোশারফ করিমকে। এরপরেই দর্শকদের মনে প্রশ্ন তাহলে কি তামিল সিনেমায় দেখা যাবে মোশারফ করিমকে?

পর্দায় মোশারফ করিম মানে দারুণ কিছু। মজার দৃশ্য থেকে সিরিয়াস চরিত্র সবখানে অনবদ্য তিনি। তবে এবার দেখা গেল ভিন্ন এক মোশারফ করিমকে। যে লুক রীতিমত অবাক করেছে সবাইকে। যেখানে পুরোপুরি তামিল হিরোর লুকে দেখা মিলল হিংস্র এক মোশারফ করিমকে। এমন অ্যাকশন অবতারে আগে কখনো দেখা যায়নি অভিনেতাকে।

অভিনেতার এমন লুক দেখে দর্শকদের মনে নানা প্রশ্ন। কেউ বলছেন তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মোশারফ করিম। আবার অনেকে বলছেন আসন্ন ঈদে চমক নিয়ে আসছেন অভিনেতা। তবে জানা যায় কোন তামিল সিনেমা নয়। আসন্ন কোরবানির ঈদে সঞ্জয় সমাদ্দারের ইনসাফ সিনেমায় দেখা মিলবে এমন আগ্রাসে মোশারফ করিমকে। যেখানে ডাক্তারের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=vkCZui7R2qM

আবীর

×