
ছবি: সংগৃহীত
পেহেলগামের ভুয়া অপারেশন ফাঁস হওয়ার পর ফের আঞ্চলিক শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে ভারত। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এবার বেলুচিস্তানে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, র-এর নির্দেশনায় বেলুচিস্তান লিবারেশন আর্মি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোকে সক্রিয় করে কোয়েটা, গওয়াদর ও খুজদারসহ বড় বড় শহরে হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিকল্পিত হামলাগুলোর মধ্যে রয়েছে মোটরসাইকেল ও গাড়ি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো, যার লক্ষ্য হবে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ জনগণের অবকাঠামো।
প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকজন মূল পরিকল্পনাকারীকে আফগানিস্তানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা ও হামলার পরিকল্পনা চলমান রয়েছে। পাকিস্তানি নিরাপত্তা সংস্থাগুলো যেকোনো সম্ভাব্য হামলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক রয়েছে।
একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটি র-এর নতুন কৌশল, যার মাধ্যমে অঞ্চলটিকে ভেতর থেকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে আমাদের নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে।”
এই অভিযোগ এমন সময় সামনে এলো, যখন সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরের পাহেলগামে ব্যর্থ ‘ফলস ফ্ল্যাগ’ হামলার ঘটনায় র-এর জড়িত থাকার অভিযোগ উঠেছে। টেলিগ্রামে ছড়িয়ে পড়া কিছু ফাঁস হওয়া নথিতে জানা যায়, হামলার ৩৬ ঘণ্টা পর পাকিস্তানের বিরুদ্ধে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলোকে। তবে কিছু মিডিয়া নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন প্রকাশ করে দেয়, যার ফলে গোটা ষড়যন্ত্র ফাঁস হয়ে পড়ে।
এখনো পর্যন্ত পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (ISPR) এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের কর্মকাণ্ডের আন্তর্জাতিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন এবং আঞ্চলিকভাবে সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও জোরদার করতে হবে, যেন গোয়েন্দা সংস্থাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদকে ব্যবহার না করতে পারে।
সূত্র: https://en.dailypakistan.com.pk/06-May-2025/raw-plans-suicide-attacks-in-balochistan-after-botched-false-flag-operation-in-pahalagm
আবীর