ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বিজ্ঞাপনে আলোচিত বন্নি

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ৬ মে ২০২৫

বিজ্ঞাপনে আলোচিত বন্নি

বন্নি হাসান

বন্নি হাসান এই প্রজন্মের একজন নবাগত অভিনেত্রী ও মডেল। গত ঈদের আগে ওয়ালটনের মিলিয়নিয়ার অফারের বিজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন বন্নি। বিজ্ঞাপনটিতে বন্নির গ্ল্যামারাস উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আজমান রুশো।

বন্নি হাসান বলেন, আমি ভাবতেও পারিনি বিজ্ঞাপনটি প্রচারের পর এত অভূতপূর্ব সাড়া পাব। মিম আপুকে আমার ভীষণ ভালো লাগে। তার অনেক নাটক-সিনেমাই নানা সময়ে দেখা হয়েছে। তার সঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা আমার জন্য ছিল বেশ উচ্ছ্বাসের বিষয়। নির্মাতা আজমান রুশো ভাইকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি সুযোগ দেওয়ার জন্য।

আমি চেষ্টা করেছি নিজেকে ঠিকঠাক মতো উপস্থাপন করতে। যে কারণে বেশ ভালো সাড়াও পাচ্ছি। কাছের অনেকেই বিজ্ঞাপনটিতে আমার উপস্থিতি নিয়ে কথা বলেছেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। আগামীতেও আমি আরও ভালো ভালো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে চাই।  
গত বছর যতগুলো খ- নাটক প্রচারে এসেছে তার মধ্যে অন্যতম আলোচিত একটি নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’ নাটকটি। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন কুষ্টিয়ার মেয়ে বন্নি হাসান। নাটকে বন্নি তার নিজের কণ্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন।

‘তিলোত্তমা’খ্যাত সেই বন্নি শুধু যে অভিনয়ই করে যেতে চান, এমনটি নয়। বন্নি গানে এবং অভিনয়ে সমানতালে এগিয়ে যেতে চান। এসএসসি পরীক্ষার আগেই বন্নি অভিনয় করেন প্রথম এম শুভর পরিচালনায় ‘লাভ লিংক’ নাটকে। এই নাটকে অভিনয়ের পর বন্নি বেশকিছু দিন পড়াশোনার জন্য অভিনয়ে বিরতি নিয়েছিলেন।

×