
ছবি: সংগৃহীত
যদিও প্রায়ই বিভিন্ন সেলিব্রিটি ও অভিনেতা-অভিনেত্রীরা আইপিএল ম্যাচ দেখতে আসেন, সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে অবনীত কৌরের উপস্থিতি আলাদাভাবে নজরে এসেছে নেটিজেনদের।
অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অবনীত কৌর বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটানস ম্যাচের গ্যালারিতে উপস্থিত ছিলেন। অনেক তারকাই আইপিএলের ম্যাচ দেখতে আসলেও, অবনীতের উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে আলাদা উন্মাদনা ছড়ায়।
ঘটনার সূত্রপাত ঘটে, অবনীত কৌরের ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলির অ্যাকাউন্ট থেকে একটি ‘লাইক’ পড়ায়। এরপরই সামাজিক মাধ্যমে আলোচনা ও গুজব শুরু হয়।
এই নিয়ে অবশেষে বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মুখ খোলেন। তিনি লেখেন, “আমি স্পষ্ট করতে চাই, আমার ফিড পরিষ্কার করার সময় সম্ভবত ইনস্টাগ্রাম অ্যালগরিদম ভুল করে একটি ইন্টারঅ্যাকশন রেজিস্টার করে ফেলেছে। এর পেছনে কোনো ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করব কেউ অপ্রয়োজনীয় অনুমান করবেন না। ধন্যবাদ।” এরপর অবনীত কৌর যখন GT বনাম MI ম্যাচে ক্যামেরায় ধরা পড়েন, তখন আবারও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার ঢল নামে।
এই পরিস্থিতিতে গায়ক রাহুল বৈদ্য ইনস্টাগ্রামে কয়েকটি স্টোরি শেয়ার করে বিরাট কোহলির ব্যাখ্যাকে ঠাট্টাচ্ছলে বলেন, “আমি বলতে চাই যে আজ থেকে যদি ইনস্টাগ্রামের অ্যালগরিদম অনেক ছবি লাইক করে ফেলে, যেগুলো আমি করিনি, তাহলে যেসব মেয়েরা সেই পোস্টে পিআর চালাবে, প্লিজ বুঝে নিও এটা আমার দোষ না, ইনস্টাগ্রামের দোষ।”
রাহুল আরও দাবি করেন, এই পোস্টের পর বিরাট কোহলি নাকি তাকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছেন। তবে তিনিও সেটিকে ‘ইনস্টাগ্রাম গ্লিচ’ হিসেবেই মজা করে উল্লেখ করেন।
তিনি বলেন, “তো বন্ধুরা, বিরাট কোহলি আমাকে ব্লক করেছে, যেটা তোমরা সবাই জানো। তবে আমার মনে হয় এটাও একটা ইনস্টাগ্রামের গ্লিচ। ইনস্টাগ্রামের অ্যালগরিদমই হয়তো বিরাটকে বলেছে ‘এক কাজ কর, আমি তোর হয়ে রাহুল বৈদ্যকে ব্লক করে দিচ্ছি।’ তাই না?” এই বলে তিনি ভিডিওটি শেষ করেন।
শহীদ