ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বিগত সরকারের ৯৫ শতাংশ মামলা দায়ের করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কুখ্যাত ৯টি ধারা বাতিল: আসিফ মাহমুদ

প্রকাশিত: ০২:২৪, ৭ মে ২০২৫; আপডেট: ০২:২৫, ৭ মে ২০২৫

বিগত সরকারের ৯৫ শতাংশ মামলা দায়ের করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কুখ্যাত ৯টি ধারা বাতিল: আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

বুধবার ( ০৭ মে) স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিনের মাধ্যমে এক স্ট্যাটাসে বলেছেন, আগের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ৯টি ধারা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই ৯টি ধারাকে কুখ্যাত ধারা হিসেবে গণ্য করা হতো। এসব ধারাতেই বিগত সরকারের সময়ে ৯৫ শতাংশ মামলা দায়ের করা হয়েছিল। ওই সব ধারায় দায়ের করা মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে এখন বাতিল হয়ে যাবে। এছাড়া কিছু কিছু আর্টিকেল পরিবর্তন করা হয়েছে।

পোস্ট লিঙ্কঃ https://www.facebook.com/share/p/19VTZiFj1x/

ইমরান

আরো পড়ুন  

×