ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

৫ মে’র গণহত্যায় কেন কঠোর প্রতিবাদ করলো না বিএনপি? যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত: ০১:০১, ৭ মে ২০২৫; আপডেট: ০১:০১, ৭ মে ২০২৫

৫ মে’র গণহত্যায় কেন কঠোর প্রতিবাদ করলো না বিএনপি? যা বললেন রুমিন ফারহানা

ছবিঃ সংগৃহীত

৫ মে'র গণহত্যায় কেন কঠোর প্রতিবাদ করলো না বিএনপি এই বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ ব্যাখ্যা দেন।

তিনি বলেন, আপনি যখন ভিক্তিম হবেন, তখন প্রতিবাদটা আসলে আপনাকেই করতে হবে এবং স্ট্রংলি করতে হবে। গত ১৫ বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বিএনপি। বিএনপির একদম টপ লিডারশিপকেও কারাগারে যেতে হয়েছে। তার ট্রিটমেন্ট হয়নি, ভুল ট্রিটমেন্ট হয়েছে। যেই মানুষ হেটে কারাগারে গেছে তার এখন হাটতে কষ্ট হয়। শেখ হাসিনার আমলে তাকে ট্রিটমেন্ট দেয়া হয়নি ভালো। বিএনপির নেতাকর্মীদের নামে শতশত মামলা ছিল, কিন্ত বিএনপির লড়াইটা তো বিএনপিকেই করতে হয়েছে।

পশ্চিমে যেটা হয় একজনের মানবাধিকার লঙ্ঘনে ১০জন দাঁড়িয়ে যায়। কিন্ত আমরা একটা ফ্রি মিডিয়া এখনো তৈরি করতে পারিনি। যখন যে সরকার আসে মিডিয়া তার হয়ে কাজ করে। আমাদের এখানে সবাই নিজের অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকে। আমরা একটা মুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে পারি নাই। বিশেষ করে ১৫ বছরে বিচারব্যবস্থা একদম ধ্বংস করে ফেলা হয়েছে। আপনি একদম বন্ধুত্বহীন একটা সমাজে থাকবেন যদি এন্টি এস্টব্লিশমেন্ট করেন। সেরকম একটা জায়গা থেকে হেফাজতের লড়াইটা তাদের করা উচিত ছিল, কিন্ত আমরা দেখেছে জুনায়েদ বাবু নগরী হেফাজতের টপ লিডারশিপ, তারা বলেছে, শেখ হাসিনা একশো বছর থাকুক, আমাদের কোন আপত্তি নাই।

 

সূত্রঃ https://youtu.be/l7qSPEJt_Sw?si=EdoYZJRwkyPVbHmP

রিফাত

আরো পড়ুন  

×