ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

উপযুক্ত সময় ও স্থানে জবাব দেবে পাকিস্তান: ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

প্রকাশিত: ০৩:৩৯, ৭ মে ২০২৫; আপডেট: ০৪:১৬, ৭ মে ২০২৫

উপযুক্ত সময় ও স্থানে জবাব দেবে পাকিস্তান: ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

ছবিঃ সংগৃহীত

ভারতের সাম্প্রতিক হামলার জবাবে পাকিস্তান নিজস্ব সময় ও পছন্দসই স্থানে প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।

পাকিস্তান সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানকে (APP) দেওয়া এক বিবৃতিতে বলেন, “এই হামলা কোনোভাবেই জবাবহীন থাকবে না। পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে এর জবাব দেবে।”

এর মাধ্যমে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে যে, ভারতের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া তারা কৌশলগতভাবে বিবেচনা করে দেবে এবং উত্তেজনার মাত্রা যেকোনো সময় আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ভারত জানিয়েছিল, তারা "অপারেশন সিন্দূর" এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ৯টি স্থানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এই দাবিকে ভিত্তিহীন বলে দাবি করে বলেছে, ভারত বেসামরিক এলাকাকে টার্গেট করেছে।

এই পাল্টাপাল্টি অবস্থানে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা নতুন করে আশঙ্কার জন্ম দিয়েছে।

সূত্রঃ আল জাজিরা

ইমরান

আরো পড়ুন  

×