
ছবি: সংগৃহীত
পাক-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতনিয়ন্ত্রিত জম্মুর পুঞ্চ-রাজৌরি জেলায় পাকিস্তানি বাহিনী গোলাবর্ষণ শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এক্স এ এক পোস্টে জানান, ‘পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে পাকিস্তানি বাহিনী কামান থেকে গোলা ছুড়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। ভারতীয় সেনাবাহিনী পর্যায়ক্রমে এর জবাব দিচ্ছে।’
রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তানি গোলাবর্ষণে জম্মু-কাশ্মীরে দুই নারী আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানের জিও নিউজ দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার ধুনদিয়াল সেক্টরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ধ্বংস করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে ভারত ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (ISPR) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ‘ভারতের কাপুরুষোচিত হামলায় কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন দুই শিশুসহ সাতজন।’
তিনি আরও বলেন, ‘এই হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, বরং মানবতাবিরোধী অপরাধের শামিল।’
রাকিব