ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ:

প্রকাশিত: ০৮:১৮, ৭ মে ২০২৫; আপডেট: ০৮:১৮, ৭ মে ২০২৫

মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান।এ উপলক্ষে মঙ্গলার ফারুক খান মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এলজি)-র আয়োজনে মুকসুদপুর উপজেলা প্রশাসন বাস্তবায়ন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার, সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মশিউর রহমান মিন্টু শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদ, দৈনিক যুগের সাথী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আমজাদ হোসেন আমোদ, মুকসুদপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ খান রাজু, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি পারেশ বিশ্বাসসহ অনেকে।

আফরোজা

×