
ছবি: জনকণ্ঠ
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে তিন দালালকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিসে একটি লাইসেন্সের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ১২-১৪ হাজার টাকা নিয়ে থাকেন আটককৃতরা। যে টাকার একটা অংশ বিআরটিএ কর্মকর্তাদের দেয়া হয় এমনটিও জানিয়েছেন আটক তিনজন।
আমির হোসেন আরও জানান, আটক হওয়া ব্যাক্তিদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কোন কর্মকর্তার কাছে এসব টাকার অংশ যায় তা জানতে পারেনি দুদক।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ বিআরটি কার্যালয়ের সহকারী পরিচালক ইঞ্জি. শাহজামান হক বলেন, আটককৃতরা অফিসের কেউ না। বাইরের কম্পিউটারের দোকান থেকে তাদের ধরা হয়েছে। তাদের দেয়া অর্থের ভাগের সাথে বিআরটিএ-এর কারও সম্পৃক্ততা নেই।
শহীদ