ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শাকিব খান এখন এমন এক জায়গায় আছেন, যা ‘বিলং করা ইম্পসিবল’- ইরফান সাজ্জাদ

প্রকাশিত: ২২:৫৭, ৭ মে ২০২৫; আপডেট: ২২:৫৯, ৭ মে ২০২৫

শাকিব খান এখন এমন এক জায়গায় আছেন, যা ‘বিলং করা ইম্পসিবল’- ইরফান সাজ্জাদ

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে নিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ মন্তব্য করেছেন তার এক সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘শাকিব খান এমন একটা জায়গায় এখন কাজ করছেন, যেটা বিলং করা ইম্পসিবল।’

সেলিব্রেটি ক্রিকেট লিগের সময় এক সাক্ষাৎকারে ইরফান অভিনয়, ছোটপর্দা, বড়পর্দাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় তিনি আসছে ঈদুল আজহায় তার সিনেমা মুক্তি নিয়েও কথা বলেন।

তিনি ঈদে আলি সিনেমা মুক্তি প্রসঙ্গে বলেন, আসলে ঈদের বাইরেও সিনেমা মুক্তি দেওয়া উচিত। কিন্তু কিছু করার নেই। দেশের মানুষ ঈদ ছাড়া এখনো সিনেমা হলে যাচ্ছে না। ওই প্র্যাক্টড়িস টা এখনো তৈরি হয়নি।’

এক পর্যায়ে শাকিব খানের সিনেমার সঙ্গে তার সিনেমা মুক্তির বিষয়টি কীভাবে দেখছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, শাকিব খানের সিনেমা মানে তো ফেস্টিভ একটা কিছু। এটা তো ভালো যে তার সিনেমার উপলক্ষ্যে অন্য সিনেমাও মানুষ দেখে।

তিনি আরও বলেন, ‘এই সময়ে এসে শাকিব খান যেভাবে তার কাজের স্ক্রিপ্ট, নির্মাতা পাল্টেছেন, যেভাবে নিজের স্টাইল ডেভেলপ করেছেন তা অনেকের জন্য অনুপ্রেরণার। আসলে শাকিব খান এখন এমন এক জায়গায় আছেন, যা ‘বিলং করা ইম্পসিবল।’

সূত্রঃ https://www.facebook.com/share/v/1AbMQLa8YA/

 

আরশি

×