ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মুকুট পেলেন কনিকা, সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নীলার আবেগঘন শুভেচ্ছা

প্রকাশিত: ০১:৪৮, ৮ মে ২০২৫; আপডেট: ০১:৫৪, ৮ মে ২০২৫

মুকুট পেলেন কনিকা, সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নীলার আবেগঘন শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫-এর মুকুট উঠেছে প্রতিযোগিতার পূর্ববর্তী আসরে ফার্স্ট রানার আপ হওয়া কনিকার মাথায়। এই কৃতিত্ব কেবল তাঁর জন্য নয়, অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে অসংখ্য তরুণীর জন্যও, যারা স্বপ্ন দেখে, পরিশ্রম করে এবং নিজেকে প্রতিনিয়ত গড়ে তোলে।

এই সাফল্যের পেছনে কনিকার অধ্যবসায়, আত্মবিশ্বাস ও নিরলস প্রচেষ্টার কথাই উঠে এসেছে সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩-২০২৪ নীলা’র আবেগঘন বার্তায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক খোলা চিঠিতে তিনি লেখেন, "তোমার পথচলার অর্ধেকটা আমি পাশে থেকেছি, আর তুমিও ছিলে আমার গল্পের অংশ। সেদিন রাতে আমি সত্যি চাইছিলাম, তুমি-ই যেন সেই মুকুট পরো — কারণ তোমার আত্মা আর শক্তির সঙ্গে এক অদ্ভুত সংযোগ অনুভব করেছিলাম।"

নীলা আরও জানান, এই মুকুট কনিকা কাউকে ছাড়িয়ে ছিনিয়ে নেননি, বরং নিজের যোগ্যতায় অর্জন করেছেন। তাঁর ভাষায়, "তুমি নিজের উপর কাজ করেছো, নিজের শক্তিতে নিজেকে প্রমাণ করেছো। কঠোর পরিশ্রম যে বৃথা যায় না — তুমি সেটা প্রমাণ করেছো।"

তবে এবারের প্রতিযোগিতার পরিবেশ ও আয়োজন নিয়ে কিছুটা আক্ষেপও ছিল তাঁর কণ্ঠে। তিনি বলেন, "ইচ্ছা ছিল, এটা যদি একটা জমকালো অনুষ্ঠান হতো — যেখানে আমি নিজ হাতে তোমার মাথায় মুকুট পরাতে পারতাম। সেই মুহূর্তটা খুব মিস করবো।"

সেইসঙ্গে ভবিষ্যতের দিকেও দৃষ্টি রেখে তিনি আশাবাদ প্রকাশ করেছেন, যেন প্রতিযোগিতাটি আরও গুছানো হয়, এবং সকল প্রতিভাবান প্রতিযোগী পান তাঁদের প্রাপ্য সম্মান।

শেষে কনিকাকে উদ্দেশ করে নীলা লিখেছেন, "তুমি গর্বের কারণ — জ্বলে ওঠো আরও উজ্জ্বলভাবে।"

বাংলাদেশের গ্ল্যামার ও সৌন্দর্য জগতের ইতিহাসে এই ধরনের হৃদ্যতা ও সহমর্মিতার বার্তা বিরলই বটে। কনিকাও তাঁর এই সাফল্যের পেছনে পুরোনো সহযাত্রীদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন — যা প্রমাণ করে, মুকুট শুধু সৌন্দর্যের নয়, সৌজন্যেরও প্রতীক।

এসএফ

×