
ছবি: সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য ঘিরে আলোচনার কেন্দ্রে এসেছেন অভিনেত্রী অহনা রহমান। ‘ডাবল টাইমিং’ শব্দটি ব্যবহার করে তাকে নিয়ে কিছু সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর, তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের ফেসবুক পোস্টে।
অহনা লিখেছেন, ডাবল টাইমিং???!!! আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি??? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?? আর যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।
এই পোস্ট থেকেই স্পষ্ট, নিজের বিরুদ্ধে ওঠা ইঙ্গিতপূর্ণ অভিযোগে অত্যন্ত ক্ষুব্ধ ও আহত হয়েছেন অভিনেত্রী। কারও ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তিনি অনুরোধ জানিয়েছেন, যেন সংবাদমাধ্যমে দায়িত্বশীলতা বজায় রাখা হয়।
এই মন্তব্য থেকে বোঝা যায়, বিষয়টি হয়তো তার পরিচিত কারও ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত। তবে তিনি সরাসরি কাউকে নাম উল্লেখ করে কিছু বলেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অহনার এই খোলামেলা প্রতিক্রিয়া ইতোমধ্যে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই তার স্পষ্টবাদিতা ও আত্মমর্যাদাবোধের প্রশংসা করছেন। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, এমন ব্যক্তিগত বিষয়ের জন্য সোশ্যাল মিডিয়া আদর্শ জায়গা নয়।
উল্লেখ্য, অহনা রহমান একজন জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগী। টেলিভিশন নাটক ও চলচ্চিত্র উভয় মাধ্যমেই তিনি সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
এসএফ