
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মারিয়া মিম জানিয়েছেন, ক্রিকেটার নাসির হোসেন তার বন্ধু এবং সুযোগ পেলে তার কাছ থেকেই ক্রিকেট শিখতে চান।
সম্প্রতি সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন মারিয়া মিম। সেখানেই গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নাসির হোসেন আমার ফ্রেন্ড। যদি আরও কিছুদিন সময় পেতাম, তাহলে বলতাম—নাসির, আমাকে শিখাও!”
তিনি মজার ছলেই আরও বলেন, “আমি যদি একটা ছয়ও মারতে পারি, তাহলে অনেক ভালো লাগবে। আর যদি ছয়টা ছয় মারি, তাহলে তো অজ্ঞান হয়ে যাব! মানে, কখনো তো খেলাই হয়নি। আর যদি প্রথমেই নেমে একটা ছয় মারি, তাহলে তো কথাই নেই! দেখা গেল, ইন্টারন্যাশনাল টিমে আমাকে নিয়ে যাবে। তখন ফোন দিয়ে বলবে—তুমি আমাদের টিমে জয়েন করো।”
মিম আরও বলেন, “আমার তো অনেক ভালো লাগছে। আমাদের টিম খুব ভালো খেলছে। আমরা দুই দিন অনেক প্র্যাকটিস করেছি। আমাদের টিমের মেয়েরা আরও আগে থেকে অনুশীলন শুরু করেছে। গতকালও আমরা জিতেছি। ইনশাআল্লাহ, ট্রফি নিয়ে বাসায় ফিরব।”
ইমরান