
ছবি : সংগৃহীত
বলিউডে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর। অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মতো সুপারস্টারদের প্রয়োজন নেই, এমনটাই জানিয়ে তিনি ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতের সিনেমা বানাবেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে। বৃহস্পতিবার শুরু হওয়া ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে তিনি এই চমকপ্রদ মন্তব্য করেন।
শেখর কাপুর বলেন, “পরিচালক হিসেবে আমার সিনেমার জন্য কোনো বড় তারকার প্রয়োজন নেই। আমি নিজেই গড়ে তুলব নতুন তারকা—নারী কিংবা পুরুষ—যাদের অবয়ব তৈরি হবে সম্পূর্ণভাবে এআই দিয়ে। দর্শক যাদের ভালোবাসবে, এবং যাদের কপিরাইট থাকবে শুধু আমার হাতে।”
তিনি আরও বলেন, “জীবন যেমন রহস্যময়, সিনেমাও ঠিক তেমন রহস্যে মোড়া। সেই রহস্যই আমাদের সৃষ্টিশীলতা চালিত করে। এআই যুগে এখন আর অভিনয়শিল্পী আবশ্যক নয়। চাইলে আমরা প্রযুক্তির সাহায্যেই নতুন তারকা সৃষ্টি করতে পারি।”
শুধু অভিনেতা নয়, সিনেমার চিত্রনাট্য তৈরিতেও এআই ব্যবহারের সম্ভাবনার কথা তুলে ধরেছেন কাপুর। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর বাসার রাঁধুনি ‘মিস্টার ইন্ডিয়া-টু’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন চ্যাটজিপিটি ব্যবহার করে। “আমি দেখেছি, তাঁর নিজের চিন্তাশক্তি ও অভিব্যক্তি আছে। শুধু তার কাজকে দ্রুত বাস্তবায়নে সহায়তা করেছে এআই। তবে চ্যাটজিপিটির পরামর্শ শতভাগ অনুসরণ করবো কিনা, সে সিদ্ধান্ত কিন্তু আমাদের নিজের।”
এসময় তিনি জানান, এআই দিয়ে নির্মিত সিনেমা একদিকে যেমন প্রযুক্তিনির্ভর, তেমনি এতে মানুষের সৃজনশীলতাও থাকতে হবে। আর এটিই হতে পারে ভবিষ্যতের সিনেমার স্বরূপ।
প্রসঙ্গত, শেখর কাপুর হলেন ‘মাসুম’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ব্যান্ডিট কুইন’, এবং অস্কারজয়ী ‘এলিজাবেথ’ সিরিজ-এর মতো সিনেমার গুণী পরিচালক। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি সম্প্রতি **পদ্মভূষণ* সম্মানে ভূষিত হয়েছেন।
আঁখি